দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা মানুষদের টার্গেট করে রিকশায় যাত্রী তুলে ছিনতাই করতো একটি চক্র। রিকশাচালকের ছদ্মবেশে যাত্রী তুলে নিজেদের পূর্বনির্ধারিত স্থানে নিয়ে যেত। চক্রের অন্য সদস্যরা পুলিশ পরিচয়ে তল্লাশির নামে ছিনতাই করতো।
চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতরা হলেন: দেলোয়ার হোসেন (৪০), চক্রের মূলহোতা, কামরুজ্জামান (৫০), দেলোয়ারের সহযোগী, জাকির হোসেন ওরফে বড় জাকির (৪৫), রিকশাচালক, জাকির হোসেন ওরফে ছোট জাকির (২৫), রিকশাচালক
ছিনতাই করা ৪০ হাজার টাকা ,ছিনতাই কাজে ব্যবহৃত দুটি রিকশা
৫
মার্চ, ২০২৪ সালে কমলাপুর থেকে পুরান ঢাকার বংশাল যাওয়ার পথে এক ব্যবসায়ী এ চক্রের কবলে পড়ে এক লাখ টাকা খোয়ান। এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। মামলার তদন্তে ৩৫০ টিরও বেশি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাই চক্রটিকে শনাক্ত করা হয়।
গ্রেফতার দেলোয়ারের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এখন পর্যন্ত ৭ বার গ্রেফতার হয়েছেন তিনি। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!