সিনিয়র সচিব পদমর্যাদায় সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, “ড. ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট অনার।”
মুশফিকুল ফজল আনসারী বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি সর্বতোভাবে সেই আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের চেষ্টা করব।” তিনি আরো জানান, অধ্যাপক ইউনূসের কাছ থেকে তিনি বহু সময় অভিভাবকসুলভ পরামর্শ পেয়েছেন এবং ইউনূস ব্যক্তিগতভাবে তাকে চেনেন, যা তার জন্য একটি বড় অর্জন।
এ সময় যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেজিম চেঞ্জ করেনি। বাংলাদেশী জনগণ বুকের তাজা রক্ত দিয়ে রেজিম চেঞ্জ করেছে।” হাসিনা ও তার “প্রেতাত্মাদের” পুনরায় ক্ষমতায় না ফিরতে জনগণের ঐক্যের আহ্বান জানিয়ে মুশফিক বলেন, “আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!