কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদারবিল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটক মাদক কারবারি মো. সৈয়দ আলম (২৫)। সে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাইট্যং পাড়ার নবী হোসেনের ছেলে।
র্যাব-১৫, কক্সবাজার এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল জানতে পারে যে একজন মাদক ব্যবসায়ী ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) মাদকদ্রব্য বহন করে গোদারবিল থেকে মধ্যম গোদারবিল এলাকার ব্র্যাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের দিকে আসছে। এরপর তারা ঐ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি ইজিবাইক থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি টমটমের সামনের সিটের নিচে ইয়াবা লুকানোর কথা স্বীকার করে। পরে টমটমের সামনের সিটের নিচ থেকে একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মো. আবু সালাম চৌধুরী।
মন্তব্য করার জন্য লগইন করুন!