আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বরগুনা-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসা. সুলতানা নাদিরা।
রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার মধ্যে বরগুনা এক ও দুই আসনের নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এমন খবরে বরগুনা বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর আনন্দ মিছিল করে। বিভিন্ন স্থানে জড়ো হন নেতাকর্মীরা। এছাড়া জেলার এক ও দুই আসনের বিভিন্ন স্থানে মনোনয়ন ঘোষণার পরই মিষ্টি বিতারণসহ অন্য কর্মসূচি পালন করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত ১৫ নভেম্বর দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী জানুয়ারির ৭ তারিখে সারাদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!