মোঃ আবু হানিফ বিন সাঈদ।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে জনাব আলী সরকারি কলেজে 'তুই' বলাকে কেন্দ্র করে যাত্রাপাশা গ্রাম ও জাতুকর্ণপাড়া গ্রামের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আজ বুধবার দুপুর ১ টায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঐ কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী জিহাদ মিয়া ও সাজু মিয়া নামের দুইজন আহত হয়েছেন।
তাদের বাড়ী উপজেলা সদরের জাতুকর্ণ পাড়া
গ্রামে।আহতরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জানা যায়,জনাব আলী সরকারি কলেজে চলমান একাদশ শ্রেণীর অর্ধ -বার্ষিক পরীক্ষায় প্রান্ত চন্দ্র শীল নামের এক শিক্ষার্থীকে তার পাশের সিটে বসা অনিক 'তুই' বলে সম্বোধন করে। পরে সে তার সাথে ভালোভাবে কথা বলতে বললে অনিক তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
মঙ্গলবার পরীক্ষা শুরুর আগ মুহূর্তে তাকে কলেজের বারান্দায় ডেকে নিয়ে কিল-ঘুষি দেয় অনিকসহ তার সহপাঠীরা। পরে কলেজে কর্তৃপক্ষ দুই দলের শিক্ষার্থীদের মধ্যে কোলাকুলির মাধ্যমে বিষয়টি মীমাংসা করে।
এ ব্যাপারে জানতে চাইলে জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান বলেন- শিক্ষকদের নিয়ে তদন্ত কমিটি গঠণ করার পরে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলোয়ার হোসাইন মুঠোফোনে জানান-
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!