মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম শুভ অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর মোঃ মিজানুর রহমান ও মোঃ মোজাফফর আলী মিলনসহ ২৫-৩০ জন তার ও তার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।
তিনি বলেন, গত ২০ আগস্ট (সোমবার) মিজানুর ও মোজাফফর একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন, প্রতিবাদ সভা বা মিছিল করা রাজনৈতিক অধিকার হলেও ওই মানববন্ধনে কুরুচিপূর্ণ ব্যানার ও পোস্টার ছাপিয়ে তার এবং তার ভাই মোঃ রিসালাত ইসলাম সজিবের ব্যক্তিগত গোসল করার ছবি বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও সেই ছবি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের মানহানি ঘটানোর চেষ্টা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুভ অভিযোগ করেন, এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, মব জাস্টিস তৈরি ও তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র চলছে। তিনি আরও জানান, যেই সম্পত্তি নিয়ে মানববন্ধন হয়েছে তা তার বা তার ভাই সজিবের নয়, বরং তাদের পিতা-চাচাদের পৈত্রিক সম্পত্তি। এ বিষয়ে তিনি ও তার ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার ভাই রিসালাত ইসলাম সজিব বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দিনাজপুরবাসীর গর্বিত সন্তান। তার ভাবমূর্তি নষ্ট ও ছাত্রদলের ইমেজ কলুষিত করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। সংবাদ সম্মেলনে নুরনবী ইসলাম শুভ আরও বলেন, “মিজানুর ও মোজাফফর আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হত্যার হুমকি দিচ্ছে এবং বলছে ছাত্রদল নেতাকর্মীদের দেশে থাকার অধিকার নেই।” তিনি অভিযোগ করেন, তারা ফ্যাসিস্ট সরকারের পলাতক নেতাকর্মীদের সাথে হাত মিলিয়ে গভীর ষড়যন্ত্র করছে। শেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার জন্য।
মন্তব্য করার জন্য লগইন করুন!