এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ও আদর্শ মুসলিম পাড়া এলাকায় ৪ ডিসেম্বর বুধবার দুপুর থেকে বড় ভাই ছোট ভাই নিয়ে দু'পক্ষ কিশোর গ্যাংদের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে চলে দাওয়া পাল্টা ধাওয়া। দু'পক্ষের দেশীয় অস্ত্রের ঝনঝনানীতে আতংক হয়ে পড়ে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা।
খবর পেয়ে চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপি এম এর দিক নির্দেশনায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়া এর নেতৃত্বে, এসআই মোঃ বিল্লাল হোসেন, এসআই আঃ আলীম সহ একটি চৌকস টিম ঘটনাস্থলে তাৎক্ষণিক ছুটে আসেন। এ সময় তারা আদর্শ মুসলীম পাড়া বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালীন সময়ে পুলিশ দেশীয় অস্ত্র সহ ২ কিশোর গ্যাং এর সদস্য কে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং এর অন্যান্য সদস্য পালিয়ে যান।
অস্ত্র সহ আটক কৃত কিশোর গ্যাং এর ২ সদস্যরা হলেন ইব্রাহিম ইউসুফ আবির (১৯), পিতা-ইউসুফ বেপারী, মাতা-সুমাইয়া বেগম, সাং-প্রফেসর পাড়া, নসু মোল্লা বাড়ী সংলগ্ন, ৮নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর, সিয়াম হোসেন (১৪), পিতা-হাসেম দেওয়ান, মাতা-ফাতেমা বেগম, সাং-তাড়াবুনিয়া দেওয়ান বাড়ী, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর বর্তমানে বড় স্টেশন, ৫নং কয়লা ঘাট, পদ্মা ডিপো সংলগ্ন, থানা ও জেলা-চাঁদপুর।
পুলিশ সুত্রে জানা যায় আটককৃত কিশোর গ্যাং এর সদস্যদ্বয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। কিশোর গ্যাং এর বিরুদ্ধে পুলিশের অভিযান অবাহত থাকবে বলে জানা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!