ইমরান হক বাপ্পি।। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একের পর এক সাফল্যের ধারাবাহিকতায় ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আবুল চৌকিদারকে আ*টক করতে হয়েছেন।
চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়ার বলিষ্ঠ তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম ইং ১২/০২/২০২৫ তারিখ দুপুর ১২.২৫ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানাধীন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালোনা করেন এতে ১০(দশ) কেজি গাঁজা, সহ মাদক ব্যবসায়ী মোঃ আবুল চৌকদার( ৪৫) কে আটক করতে সক্ষম হন । আটককৃত মাদকের মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা
জানা যায় মোঃ আবুল(৪৫),পিতা-আইজ উদ্দিন চৌকদার প্রকাশ আবেদীন চৌকদার, মাতা-সাফিয়া বেগম, সাং-মাছচর আবেদীন চৌকদার বাড়ী, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, বর্তমান সাং-০৪নং এরশাদ শিকদার ঘাট, ০১নং ওয়ারর্ড, থানা-সদর, জেলা-খুলনা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-১২/০২/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১৯(খ) রুজু পূর্বক আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ পারেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!