স্টাফ রিপোর্ট।। চাঁদপুর সদরের ইব্রাহিমপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে স্বপন দেওয়ানের উপর অতর্কিত হামলা ও লুটপাঠ এর এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় ৩ রা জুন ২০২৪ চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড চরফতেহজঙ্গপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দেওয়ানের উপর অতর্কিত হামলা ও দোকানে লুটপাট করেছে পাশের দোকানদার আল-আমিন বেপারী গংরা।
শুধুমাত্র দোকানের সামনে ময়লা আর্বজনা সরানোকে কেন্দ্র করে - মোঃ আল আমিন বেপারী ও স্বপন দেওয়ানের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে ৩ রা জুন অনুমান সকাল সাতটায় এমন হামলার ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। ব্যবসায়ি স্বপন দেওয়ান বলেন তর্ক-বিতর্কের একপর্যায়ে আল আমিন বেপারী মোবাইলে তার লোকজনকে খবর দিলে উশৃংখল কিছু লোক এসে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার দোকানে ঢুকে লুটপাট ভাঙচুর শুরু করে ।
এক পর্যায়ে আল আমিন বেপারীর হাতে থাকা ইট দিয়ে স্বফন দেওয়ানের মাথায় আঘাত করলে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরন হয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে ভয়াবহ ও মারাত্মক অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতলে দ্রুত ভর্তি করান। এতে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে স্বপন দেওয়ানের মাথায় আটটি শেলাই করতে হয়। স্বপন দেওয়ানের কাছ থেকে হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন,আমি আইন হাতে নিতে চাই না দেশে আইন আদালত আছে অতি শীঘ্রই হামলা কারী আল আমিন বেপারী ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব
অপরদিকে তুচ্ছ ঘটনায় স্বপন দেওয়ানের উপর এমন হামলার বিষয়ে আল আমিন বেপারীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার দোকানের সামনে ময়লা রাখছে আমি সরাতে বললে তা না সরিয়ে আমার সাথে জগড়ায় জরিয়ে পরে এবং পরস্পরের উপর হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
স্বপন দেওয়ানের ভাই জুলহাস দেওয়ান বলেন এদের অত্যাচারে আমরা কেউ দেশে থাকি না। এদের সাথে অনেক পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিরত চলে আসছে। এরা বিভিন্ন চলছুতায় আমাদের গায়ে পড়ে ঝগড়া করে। মোটকথা এলাকায় কিছু লোক আছে আমাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রে মেতে আছে। আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন অফিসের বিভাগের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।
এই ঘটনার সার্বিক বিষয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কাসেম খান এর কাছে জানতে চাইলে তিনি জানান , আমি বিষয়টি যেনেছি এবং উভয় পক্ষই আমাকে জানিয়েছে। আমার মাধ্যমে আলামিন ভিকটিমকে চিকিৎসার খরচ দিয়ে চলছেন। পরবর্তীতে উভয় পক্ষ বসে বিষয়টি মীমাংসা করা হবে মর্মে উভয় পক্ষের অভিভাবকদের সাথে পরামর্শক্রমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!