ইমরান হক - স্টাফ রিপোর্টার
সোমবার (১৩ মে) জেলা প্রশাসক, চাঁদপুর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর আয়োজনে "চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন" প্রকল্প এর আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, চাঁদপুর এর পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) বলেন, চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্প এর আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজ সম্পন্ন হলে চাঁদপুর অর্থনৈতিক ভাবে আরও বেশি শক্তিশালী হবে। জেলার উন্নয়ন কাজ নির্বিঘ্নে করতে চাঁদপুর জেলা পুলিশ সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
পরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি ।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!