অটোরিকশা চালক কে খুনের ঘটনার রহস্য উদঘাটন ওসহ প্রধান আসামি শরীফ মাঝি আটক
নিজস্ব প্রতিনিধি।। চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে সদর মডেল থানার সফলতার ধারাবাহিকতা একের পর এক দৃশ্যমান হচ্ছে । সম্প্রতি চাঞ্চল্যকর সব ঘটনার রহস্য উদঘাটনে সদা জাগ্রত চাঁদপুর সদর মডেল থানা
চাঁদপুর সদরে গুনরাজদী এলাকার অটোরিকশা চালক মো. দুলালকে নির্জন এলাকায় নিয়ে ইট দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন প্রধান আসামি মোঃ শরীফ মাঝি। বুধবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর এই মামলার আসামি মোঃশরীফ মাঝিকে সদরের ইচলী এলাকা থেকে আটক করতে সক্ষম হন ।
বৃহস্পতিবার চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। তিনি আরো বলেন, গত ১৪ সেপ্টেম্বর অটোরিকশা চালক দুলাল খুনের ঘটনায় পুলিশ সুপারের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত আসামি মোঃ শরীফ মাঝিকে বুধবার সন্ধ্যায় সদরের বাগাদী ইউনিয়নের ইচলী এলাকা থেকে আটক করা হয়।
শরীফ মাঝি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের রাজার হাট রাস্তার মাথা লতিফ মাঝি বাড়ীর হাবিবুর রহমান মাঝির ছেলে।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পুকুর থেকে অটোরিকশার বিভিন্ন খন্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
অপরদিকে হত্যার ঘটনায় অটোরিকশা চালক দুলালের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে মডেল থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করেন।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, মোহাম্মদ মুহসীন চাঁদপুর সদর মডেল থানার তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার রাজীব শর্মা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, পুরান বাজার ফাঁড়ী’সহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস বাহিনী মামলার ঘটনার সাথে জড়িত থাকা আসামীকে আটক করার অভিযান পরিচালনা করেন। সদ্য যোগদান কৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপি এম পিপিএম বার এর সার্বিক নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার মোহাম্মদ মুহসীন আলম এর সার্বিক তৎপরতায় সকল প্রকার অপরাধীরা রয়েছে চরম আতঙ্কে। অপরাধ নির্মূলে একের পর এক সফল অভিযান জানান দিচ্ছে অপরাধীদের স্থান চাঁদপুরে নয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!