logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- চাঁদপুরে ৩ কোটি ১৫ লক্ষ টাকার স্বর্ণ সহ ২ চোরকে আটক করলো সদর থানা পুলিশ

চাঁদপুরে ৩ কোটি ১৫ লক্ষ টাকার স্বর্ণ সহ ২ চোরকে আটক করলো সদর থানা পুলিশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বর্ণিত স্বর্ণের বার গুলো বিপ্লব ধর ও লক্ষণ ধর নামীয় ব্যক্তিদ্বয়ের নিকট হতে গ্রহন করে পাচার করার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাইতেছিল

চাঁদপুরে ৩ কোটি ১৫ লক্ষ টাকার স্বর্ণ সহ ২ চোরকে আটক করলো সদর থানা পুলিশ

এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর থেকে ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি স্বর্ণ যার মূল্য অনুমান-  ৩,১৫,৩৯,৩৭৫/- (তিন কোটি পনের লক্ষ ঊনচল্লিশ হাজার তিনশত পচাঁত্তর) টাকা পচারকালে ২ চোর সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

২২ সেপ্টেম্বর বিকার ৫.৩৫ ঘটিকার সময়  চাঁদপুর সদর থানার গুনরাজদী, বঙ্গবন্ধু সড়কের আল- আমিন স্কুল এন্ড কলেজ এর প্রবেশ পথের মাথায় পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এই সময় ফরিদগঞ্জ হইতে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি, যাহার রেজিঃ নং-চাঁদপুর-থ-১১-৫৩২৪ এর তল্লাশি করে।  পিছনের সিটে বসা উল্লেখিত যাত্রীবেশী আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে সিএনজি থেকে নামিয়ে তাদের দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে  ০৭টি স্বর্নের বার, যাঁহার ওজন  ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্নের বিষয়ে সন্তোষজনক জবাব না দেয়ায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ১। বিকাশ ধর প্রকাশ সুমন(৪৩), ২। মনোরঞ্জন ভৌমিক (৩২)বলে জানায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বর্ণিত স্বর্ণের বার গুলো বিপ্লব ধর ও লক্ষণ ধর নামীয় ব্যক্তিদ্বয়ের নিকট হতে গ্রহন করে পাচার করার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাইতেছিল। পুলিশ চেক পোস্ট করাকালীণ সময়ে ঘটনাস্থলে  ধৃত ০১নং আসামী সুমন দাস (৪৩) এর দেহ তল্লাশি করিয়া তাহার কোমরে নেভী ব্লু রংয়ের কাপড়ের তৈরি বেল্ট সাদৃশ্য দেখে বেল্ট খুলে বেল্টের ভিতর কালো কস্টেপ দ্বারা মোড়ানো ০৫টি স্বর্ণের বার এবং ০২নং আসামী মনোরঞ্জন ভৌমিক (৩২) এর দেহ তল্লাশি করে তাহার কোমরে কালো রংয়ের কাপড়ের তৈরি বেল্ট সাদৃশ্য দেখে বেল্ট খুলে বেল্টের ভিতর কালো কস্টেপ দ্বারা মোড়ানো ০২টি স্বর্ণের বার, সর্বমোট- (৫+২)=০৭টি স্বর্ণের বার পাওয়া যায়। সর্বমোট ওজন- ৩৫৪ ভরি ০৬ আনা ০৫ রতি, যাহার সর্বমোট মূল্য অনুমান-  ৩,১৫,৩৯,৩৭৫/- (তিন কোটি পনের লক্ষ ঊনচল্লিশ হাজার তিনশত পচাঁত্তর) টাকা উদ্ধার করা হয়। ঘটনার সাথে  জড়িত বিপ্লব ধর ও লক্ষণ ধর দ্বয়ের এর নাম ঠিকানা যাচাই বাছাই ও সনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার ,চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৬৫, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৬২৭, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৩;  ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১) এর (ক) রুজু করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মামোনুর রশিদ  এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত  অভিযান পরিচালনা করেন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

চাঁদপুরে ৩ কোটি ১৫ লক্ষ টাকার স্বর্ণ সহ ২ চোরকে আটক করলো সদর থানা পুলিশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বর্ণিত স্বর্ণের বার গুলো বিপ্লব ধর ও লক্ষণ ধর নামীয় ব্যক্তিদ্বয়ের নিকট হতে গ্রহন করে পাচার করার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাইতেছিল

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

এইচ এম আরিফ হোসেন//
চাঁদপুর থেকে ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি স্বর্ণ যার মূল্য অনুমান-  ৩,১৫,৩৯,৩৭৫/- (তিন কোটি পনের লক্ষ ঊনচল্লিশ হাজার তিনশত পচাঁত্তর) টাকা পচারকালে ২ চোর সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

২২ সেপ্টেম্বর বিকার ৫.৩৫ ঘটিকার সময়  চাঁদপুর সদর থানার গুনরাজদী, বঙ্গবন্ধু সড়কের আল-

আমিন স্কুল এন্ড কলেজ এর প্রবেশ পথের মাথায় পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এই সময় ফরিদগঞ্জ হইতে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি, যাহার রেজিঃ নং-চাঁদপুর-থ-১১-৫৩২৪ এর তল্লাশি করে।  পিছনের সিটে বসা উল্লেখিত যাত্রীবেশী আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে সিএনজি থেকে নামিয়ে তাদের দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে  ০৭টি স্বর্নের বার, যাঁহার ওজন  ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্নের বিষয়ে সন্তোষজনক জবাব না দেয়ায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ১। বিকাশ ধর প্রকাশ সুমন(৪৩), ২। মনোরঞ্জন ভৌমিক (৩২)বলে জানায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বর্ণিত স্বর্ণের