মোঃ জাবেদ হোসেন।।
চাঁদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা সহআটক ১ এর খবর পাওয়া গেছে।গত ২১মে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জিয়াউল হক সহ ১৫ জন সেনা সদস্য এবং জেলা পুলিশ এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাদঁপুর সদর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজিম উদ্দিন (৩০)পিতা- মৃত শাহজাহান মিয়া, মাতা- নাছরিন বেগম সাং- সাহেব বাজার (বেপরী বাড়ী), থানা-চাঁদপুর সদর মডেল, জেলা-চাঁদপুরকে ৫০ পিছ (পঞ্চাশ) পিছ ইয়াবা সহ মাদক বিক্রয় কাজে ব্যবহারিত একটি মোবাইলসহ আটক করা হয়।
এদিকে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১০ (ক) একই আইনের ২৬ (১) ধারায় উপ- পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!