মাহফুজুর রহমান।। বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
যথাযোগ্য ভাবগাম্ভীর্যে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্রচিত্তে শ্রদ্ধা নিবেদন করেন- চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোঃ জিলুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ নেতা পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু,এমরান হোসেন, সঞ্জীব পোদ্দার,সাখাওয়াত খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সকাল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে মিলে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় দলের শত শত নেতাকর্মী শহীদ মিনার প্রাঙ্গণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে অবস্থান নিতে দেখা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!