চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গাজমির নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে গুলিবিদ্ধ করা হয়েছে।
ঘটনাটি গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম গাটিয়াডেঙ্গার নেয়ামত আলী পাড়ায় ঘটে। আহতদের মধ্যে আছেন আবুল হাশেম (৬২), তার স্ত্রী দিলোয়ারা বেগম (৫০), মিনু আরা বেগম (৭০) এবং মোহাম্মদ সিফাত (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবুল হাশেম ও তার ভাইদের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল।
গতকাল রাত ১০টার দিকে মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ সোহেলসহ সহযোগীরা সিএনজি চালিত অটোরিকশায় করে পশ্চিম গাটিয়াডেঙ্গার নেয়ামত আলী পাড়ার টিপুর দোকানের সামনে এসে মোহাম্মদ সিফাত নামের এক তরুণকে লাঠিসোটা নিয়ে বেধড়ক পিটুনি দেন।
পরে তারা পাশের আবুল হাশেম ও মৃত আবদুস ছাত্তার মাঝির বাড়ি লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে আবুল হাশেম, তার স্ত্রী দিলোয়ারা বেগম ও আবদুস ছাত্তার মাঝির স্ত্রী মিনু আরা বেগম ছররা গুলিতে বিদ্ধ হন।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করার জন্য লগইন করুন!