ঈদের আনন্দে মন ভরে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক। কিন্তু যশোরের মনিরামপুরে সেই আনন্দকর বেলা পরিণত হলো ভয়ঙ্কর অভিজ্ঞতায়। জামজামি গ্রামের মাঠে বসে কথা বলার সময় স্থানীয় দুই বখাট মখলেসুর রহমান ও পারভেজ হোসেন তাদের সহযোগীদের সাথে এসে তরুণকে মারধর করেন। শুধু তাই নয়, তার বান্ধবীকেও তারা শ্লীলতাহানির চেষ্টা চালান।
এ ঘটনায় ৯৯৯ নম্বরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণ পাঁচজনের নামে মনিরামপুর থানায় মামলা করেন। আটক দুজনকে মামলায় আসামি করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!