আবু রাসেল সুমন ব্যাুরো প্রধান:খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে নিজ শিশু সন্তানকে গভীর রাতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গর্ভধারনী মাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ আগষ্ট) খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকার ভাড়া বাসা থেকে নিহতের মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়।
নিহত তহিদুল আলম আভান (০২) সে ঔষধ কোম্পানির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানায়,নিহত শিশুর পিতা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেন। চাকরির কারনে তিনি
খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন।গভীর রাতের কোন এক সময় শিশুর মা ঘুমন্ত সন্তানকে বালিশ চাপায় শ্বাসরুদ্ধ করলে শিশুটির মারা যায়।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আভানের পিতা মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের জন্য পানছড়ি উপজেলায় কর্মরত ছিলেন। রাত বেশি হয়ে যাওয়ায়
বাসায় ফিরতে পারেনি। হঠাৎ গভীর রাতে ফোন আসে আমার বাচ্চা আর নেই।
প্রাথমিক ভাবে নিহতের মা সাবিনা ইয়াসমিনকে ভারসাম্যহীন বলা হলেও ডাক্তারী পরিক্ষা করে নিশ্চিত হবে বলে জানিয়েছেন পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গভীর রাতে এঘটনা ঘটতে পারে ধারনা করা হচ্ছে। সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। হত্যার পেছনে কি কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!