কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুড়া পাড়ায় রোববার (৯ জুন) সন্ধ্যায় হাফেজ খানার লেকে ডুবে আদিবা মনি (২) ও ইলমা মনি (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, খেলতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। পরে অনেকক্ষণ খোঁজার পর তাদের মরদেহ লেক থেকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই শিশু খেলতে গিয়ে মসজিদের পাশের লেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজমান। পোকখালী ইউনিয়নের প্রশাসক রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হচ্ছে।
লগইন
panite Dube Shishur Mrritu
মন্তব্য করার জন্য লগইন করুন!