কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় সোমবার সকালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। নিহত ও আহত সকলেই চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি মাইক্রোবাস চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে, কক্সবাজার মুখী একটি দ্রুতগামী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মৃত্যুবরণ করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মাইক্রোবাসটিতে বেশি যাত্রী ছিল।
ধাক্কায় মাইক্রোবাসের ভেতরের যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা তাদেরকে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক বেদনা ও সমবেদনা দেখা দিয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!