মোঃ সাইদুর রহমান, স্টাফ রিপোর্টার।
২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়। আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদা ইয়াসমিন জেসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নিজামুল কবীর (প্রধান তথ্য অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ শুয়াইব জিবরান (সাবেক পরামর্শক ইউনিসেফ ও অধ্যাপক বাউবি), জনাব সৈকত ইসমাত তোহা (কমার্শিয়াল ভয়েস আর্টিস্ট) ও জনাব মোঃ কায়সার হামিদ (পরামর্শক, ক্রীড়ালোক)। তাছাড়া উক্ত সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাজমুল হুদা (যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক), অর্পণ পাল (সহকারি প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), শাহ আল মাসুদ রানা (কান্ট্রি ডিরেক্টর আপাচান ইন্টারন্যাশনাল ইউকে)।
অনুষ্ঠানটি মুখরিত হয় বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবীদের আগমনে । তারা তাদের বিভিন্ন সেবামূলক কাজের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও আর্ন এন্ড লিভ এর সাথে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি এতগুলো স্বেচ্ছাসেবীদের একসাথে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য ২০১৫ সালে আর্ন এন্ড লিভ বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও অসহায়দের জন্য কাজ শুরু করেন। এর পরে সারাদেশে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আর্ন এন্ড লিভ সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করে । স্বাবলম্বী প্রকল্প, নিরাপদ পানি, শিক্ষা , প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্কুলসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্ন এন্ড লিভ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!