বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের সামনে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আটক করে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে।জানা যায়, আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘন্টা ধরে আটকিয়ে রাখেন তারা। পরে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠী পরিচয়ধারীরা । তবে শিক্ষার্থীদের অভিযোগ, তারা সহপাঠী না, বিগত সময়ে তাদের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকতে দেখা গিয়েছে।
রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সমন্বয়ক রাকিব আহমেদ বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে এই শাহরিয়ার সান। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলো। সাধারণ শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করার জন্য আটকিয়ে রেখেছিলো।কিন্তু তার সহপাঠীর নাম করে কিছু ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে।এক পর্যায়ে দরজা ভেঙে তাকে (শাহরিয়ার সান) ছাড়িয়ে নিয়ে যায়। যেটা পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক।
ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের অবস্থান এই ক্যাম্পাসে হবেনা।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মোঃ মোশাররফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সান কে আটক করে রাখে । পরবর্তীতে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। যাকে আটক করে রেখেছিলো সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালিয়েছিলো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রফিকুল ইসলাম জানান,দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শাহরিয়ার সান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হয়ে সরাসরি হামলায় অংশ নেন আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে।
মন্তব্য করার জন্য লগইন করুন!