হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জের নতুন পুলিশ সুপার(এসপি) হিসেবে ডিএমপির উপপুলিশ কমিশনার আক্তার হোসেনকে পদায়ন করা হয়েছে। আর বিদায়ী পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পর দুই মহানগর পুলিশের কমিশনার এবং পাঁচ জেলার পুলিশ সুপারদের (এসপি) অন্যত্র বদলি করে সেখানে নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।
উল্লেখ্য,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের মাধ্যমে ইসিতে এই প্রস্তাব করা হয়েছিল।
মন্তব্য করার জন্য লগইন করুন!