ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলাতানা রাজিয়া বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। পরবর্তিত পরিস্থিতি কাটিয়ে উঠেছি আমরা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকদিনের ঘটনা ছাড়া আর সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফরিদগঞ্জ সরকারি কলেজ এবং এ আর সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় যেসব সমস্যা রয়েছে, থানা পুলিশ সেগুলোর বিসয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। মাদক নির্মূলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারি। পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধিকল্পে পৌর প্রশাসক আরো বেশি ভূমিকা রাখবেন।
বাজার মনিটরিং আমাদের অব্যাহত রয়েছে। অবৈধ স্থাপনার উচ্ছেদ বিষয়ে আমরা দ্রুত কাজ শুরু করবো।
মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) সকালে ফরিদগঞ্জ উপজেলার আইনৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি হানিফ সরকার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, জসিম উদ্দিন স্বপন প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!