রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ, ছিনতাইকারী, অপহরণসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য রবিবার ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখ ০২.২৫ ঘটিকায় তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নঁওগা জেলার আত্রাই থানা ও নাটোর জেলার বাগাতিপাড়া থানা এলাকার বিভিন্ন স্থান হতে অধিনায়ক (র্যাব-৫ রাজশাহী) এর নির্দেশনায় কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অভিযানে নাটোর জেলার বাগাতিপাড়া থানার মামলা নং-১৬, তারিখ- ২২/০৯/২০২৩খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর হত্যা মামলার সন্দিগ্ধ আসামী যথাক্রমে, ১। মোঃ মাইনুল ইসলাম (৪৫), পিতা- মৃত বয়েজ উদ্দিন সরকার, সাং- বাড়ইপাড়া (বাগাতিপাড়া ডিগ্রী কলেজের সামনে), ২। আসামী মোঃ শরিফুল (৩৫), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- কৃষ্ণপুর, ৩। আসামী মোঃ মিলন মোল্লা @ মিলন আহমেদ (২৫) পিতা- মোঃ আলম মোল্লা, সাং- বাড়ইপাড়া, ৪। আসামী মোঃ শাহাবুল শেখ (৩০), পিতা-মোঃ বাবুল শেখ, সাং- বেহারকোল, ৫। আসামী মোঃ আলামিন ইসলাম (২০), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং- বাড়ইপাড়া সর্ব থানা- বাগাতিপাড়া ও জেলা- নাটোরগণ'কে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ : যে, মৃত তপন চন্দ্র চৌধুরী (৩৫) একজন বাদাম বিক্রেতা এবং বাগাতিপাড়া থানাধীন মালঞ্চি বাজারে বাদাম বিক্রয় করে আসত। প্রতিদিনের ন্যায় গত ২১/০৯/২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকায় বাড়ী হতে বাদাম বিক্রয়ের জন্য মালঞ্চি বাজারে আসে এবং রাত্রী অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বাদাম বিক্রয় শেষে মোঃ সাহান এর দর্জির দোকান ঘরে বাদামের ডালি রেখে বাড়ী যাওয়ার কথা বলে উক্ত দোকান থেকে চলে যায়।
একই তারিখ রাত্রী অনুমান ১০.০০ ঘটিকায় মৃত তপন চন্দ্র চৌধুরী (৩৫)'কে বাড়ীতে না পাওয়ায় মৃতের বড় ভাই শ্রী নিতিশ চন্দ্র চৌধুরী (৫৬) রাতে মালঞ্চি বাজারে মৃত তপন চন্দ্র চৌধুরী (৩৫) খোঁজাখুঁজি করে না পেয়ে ইং ২২/০৯/২০২৩ খ্রিঃ রাত্রী অনুমান ০২.০০ ঘটিকায় বাড়ীতে ফিরে যায়। অতঃপর ২২/০৯/২০২৩ খ্রিঃ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় জানতে পারে যে, বাগাতিপাড়া থানাধীন বাগাতিপাড়া পৌরসভার ৮-নং ওয়ার্ডের অন্তর্গত মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বের বিহারকোল মৌজাস্থ নীল চড়া মাঠের জনৈক মোঃ সবুর মন্ডল (৫৫) এর আখ ক্ষেতের আইলের উপর একটি অজ্ঞাতনামা দেহ পড়ে আছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মৃতের বড় ভাই শ্রী নিতিশ চন্দ্র চৌধুরী (৫৬) লাশটি থানা পুলিশকে অবগত করে অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার পর হতে আসামীগণ গা-ঢাঁকা দেয়।
পরে হত্যার বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক আলোড়ন ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি স্থানীয় ও জাতীয়পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়। উক্ত ঘটনায় র্যাব-৫, এর নাটোর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে।
হেডকোয়াটারের গোয়েন্দা শাখার প্রত্যক্ষ সহযোগিতায় এই হত্যা কান্ডের মূল পরিকল্পনাকারী মাইনুলকে সনাক্ত করতে সমর্থ হয়। পরবর্তীতে আসামী লাশের খবর ছড়িয়ে পড়ার পর এলাকা থেকে গাঁ-ঢাকা দেয়। এরপর প্রথমে সে নওগাঁ জেলায় আত্নগোপন করে এবং পরবর্তীতে ঢাকা যাওয়ার পরিকল্পনা করে। এ ঘটনায় নাটোর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল উক্ত আসামীকে আত্রাই থেকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং তার দেয়া তথ্য মতে হত্যাকান্ডে অংশগ্রহনকারী বাকী ০৪ জনকে নাটোর জেলার বাগাতিপাড়া থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা ভিকটিমের দূর্বলতার সুযোগ নিয়ে অনৈতিক কার্যের প্রলোভন দেয় এবং কৌশলে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী মাইনুল ভিকটিম বাদাম বিক্রেতা তপন চন্দ্র চৌধুরী (৩৫ কে জনৈক ইয়াসিনের ফার্মের কাছে ডেকে নেয়। পরিকল্পনাকারীরা উক্ত স্থানে পূর্বে থেকেই উৎ পেতে ছিল।
ভিকটিম সেখানে যাওয়া মাত্র সকলে মিলে উক্ত ভিকটিমের উপর ঝাপিয়ে পড়ে এবং এলোপাথারী ভাবে পেটানোর এক পর্যায়ে তার মৃত্যু হলে তাকে পার্শ্ববর্তী বাগাতিপাড়া পৌরসভার ৮-নং ওয়ার্ডের অন্তর্গত মহিলা কলেজের দক্ষিণ পাশের্ব বিহারকোল মৌজাস্থ নীল চড়া মাঠের জনৈক মোঃ সবুর মন্ডল (৫৫) এর আখ ক্ষেতের আইলের উপর ফেলে যায়।এই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আটককৃত আসামীগণকে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫, নাটোরের চলমান অভিযানে অনৈতিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে পরিকল্পিত ভাবে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যার মাষ্টারমাইন্ডসহ ০৫ আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২৪-শে সেপ্টেম্বর, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!