৭ জন খেলোয়াড়:
বক্সিং: শেখ জাহিদুল ইসলাম নাসিম (১২), সাইফুল ইসলাম মুবিন (১২), বোরহান উদ্দিন (১২), হোসাইন মিয়া (১১)
হকি: নাঈমা আক্তার (১০), আমীরুন খানম (১২)
এথলেটিক্স: মারুফ জমাদার (১১)
২০২০ সালে একজন খেলোয়াড় ক্রিকেটে বিকেএসপিতে সুযোগ পেয়েছিলেন।
২০২৩ সালে একজন খেলোয়াড় এথলেটিক্সে বিকেএসপিতে সুযোগ পেয়েছিলেন।
বানিয়াচং বক্সিং একাডেমির দু'জন নারী সেনাবাহিনীতে বক্সিং ও এথলেটিক্সে কর্মরত।
একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয়লাভ করেছেন।
একাডেমির পরিচালক ও কোচ উস্তাদ জুয়েল রহমান আশাবাদী যে এই ৭ জন খেলোয়াড় আগামীতে আরও বড় সাফল্য অর্জন করবেন।
মফস্বল এলাকার এই একাডেমি দেশের জন্য অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি করেছে।
আশা করি এই ৭ জন খেলোয়াড় তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করবেন এবং দেশের জন্য গর্ব বয়ে আনবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!