৫-১ ব্যবধানে নর্দার্ন আয়ারল্যান্ডকে চূর্ণ করে আত্মবিশ্বাস বাড়ালো লুইস এনরিকের দল
ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৫-১ ব্যবধানে হারিয়ে ইউরোর অভিযানের আগে আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়েছে স্পেন। শনিবার রাতের ম্যাচে পেদ্রির জোড়া গোলে নজর কাড়েন স্প্যানিশরা। বাকি তিন গোল করেন আলভারো মোরাতা, ফাবিয়ান রুইস ও মিকেল ওইয়ারসাবাল।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় স্পেন। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।
১২তম মিনিটে: ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে সমতা টানেন পেদ্রি।
১৮তম মিনিটে: হেসুস নাভাসের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করেন মোরাতা।
২৯তম মিনিটে: সতীর্থের কাটব্যাক পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোল করেন পেদ্রি।
৩৮তম মিনিটে: খুব কাছ থেকে চতুর্থ গোলটি করেন রুইস।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে স্পেন।
৫৩তম মিনিটে: মোরাতার বদলি হিসেবে নামার সাত মিনিটের মধ্যে জালের দেখা পান ওইয়ারসাবাল।
পুরো ম্যাচে ৭৫% সময় বল দখলে রেখে ১৯ টি শট নেয় স্পেন। লক্ষ্যে থাকে ৮ টি।
ইউরোর পথ
১৪ জুন: ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে স্পেন।
বি গ্রুপের অন্য দুই দল: ইতালি ও আলবেনিয়া।
স্কোরলাইন আরও বড় করতে না পারলেও তিন দিনের ব্যবধানে দুই ম্যাচে ১০ গোল করা, বিপরীতে মাত্র একটি হজম; ইউরোর আগে নিশ্চিতভাবেই প্রস্তুতিটা দুর্দান্ত হলো স্পেনের।
মন্তব্য করার জন্য লগইন করুন!