BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
PID কি?প্রাথমিক রোগ প্রতিরোধে ঘাটতি (PID) হলো জন্মগত রোগের একটি গ্রুপ যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে। ফলে, শরীর বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম হয় এবং বারবার অসুস্থ হতে পারে।লক্ষণ:বারবার সংক্রমণ, যেমন নিউমোনিয়া, কানের সংক্রমণ, সাইনাস সংক্রমণ, ডায়রিয়া, ত্বকের সংক্রমণ,জ্বর,অ্যালার্জিঅটোইমিউন রোগ,ক্যান্সার,বৃদ্ধি ও বিকাশে সমস্যারোগ নির্ণয়:রক্ত পরীক্ষা,জিন পরীক্ষা (কিছু ক্ষেত্রে)চিকিৎসা:চিকিৎসা রোগের ধরণের উপর নির্ভর করে।চিকিৎসার মাধ্যমে PID রোগীরা সুস্থ ও দীর্ঘ জীবনযাপন করতে পারেন।চিকিৎসায় অন্তর্ভুক্ত থাকতে পারে:ইমিউনোগ্লোবুলিন প্রতিস্থাপন থেরাপি,অ্যান্টিবায়োটিক,অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ,জিন থেরাপি (কিছু ক্ষেত্রে)