BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের ময়নাতদন্ত সম্পন্ন হলেও এখনো হিমঘরে পড়ে রয়েছে তার নিথর দেহ। কারণ, তার নিজের বাবা মেয়ের মরদেহ গ্রহণে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি জানিয়ে দিয়েছেন—মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই!৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর লাশ মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। মরদেহটি এতটাই পচে গিয়েছিল যে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—তিনি প্রায় এক মাস আগেই মারা গেছেন।নিঃসঙ্গ জীবন, নিঃশেষ সমাপ্তিলাহোরে জন্ম নেওয়া হুমাইরা স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমান করাচিতে। সেখানেই ২০১৮ সাল থেকে একা বসবাস করছিলেন। দক্ষিণ করাচির এসএসপি মাহজোর আলী জানিয়েছেন, ২০২৪ সালের শুরু থেকেই তিনি বাসার ভাড়া পরিশোধ করতেন না এবং নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন।