BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কচুরিপানা বাংলাদেশের খাল, বিল, নদী ও জলাশয়ে প্রচুর পরিমাণে দেখা যায় এই সুন্দর জলজ উদ্ভিদ। সবুজ পাতার মাঝে হালকা বেগুনি রঙের ফুলের জন্য কচুরিপানা বেশ জনপ্রিয়। বর্তমানে শুধু জলাশয়েই নয়, বাগানেও চাষ হচ্ছে এই মনোরম উদ্ভিদ। কুমিল্লা সদর উপজেলার গুণানন্দী গ্রামে ডা. আবু নাঈম নামক একজন উদ্যানপালনবিদ তার বাগানে বিভিন্ন প্রজাতির কচুরিপানা চাষ করছেন। তার বাগানে সাদা, নীল ও বেগুনি রঙের পাঁচ প্রজাতির কচুরিপানা দেখা যায়। খরতাপের দাবদাহেও তার বাগানের কচুরিপানা ফুল ফুটিয়ে স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন সূত্র অনুসারে, দেড়শ বছর আগে পর্যন্ত বাংলাদেশের জলাশয়ে কচুরিপানার অস্তিত্ব ছিল না। ১৮শ শতকের শেষভাগে ব্রাজিল থেকে আমাজন জঙ্গলের এই জলজ উদ্ভিদ বাংলায় নিয়ে আসা হয়েছিল। জর্জ মরগান নামে এক স্কটিশ ব্যবসায়ী বাংলায় কচুরিপানা নিয়ে আসেন বলে ধারণা করা হয়। অন্যদিকে, নারায়ণগঞ্জের একজন পাট ব্যবসায়ী অস্ট্রেলিয়া থেকে কচুরিপানা বাংলায় এনেছিলেন বলেও জানা যায়।