BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার চাঁদপুর পুরানবাজার জাফরাবাদ ছেলেটির খালার বাসা থেকে হারিয়ে যায়। তাহার নাম মোহাম্মদ হাবিব ১৪ , এই ছেলেটি হারিয়ে যায় সন্ধান চায় তার পরিবার। জানাযায় গত 24/1/২০ ২৫ ইং তারিখে সকাল দশটার সময় মোঃ মোহাম্মদ হাবিব ছেলেটি হারিয়ে যায়। তার পিতার নাম মোহাম্মদ কবির খান , মাতা মুক্তা বেগম, সাং ফরিদগঞ্জ উপজেলার ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন এর সাত 4নং ওয়ার্ড ধানুয়া বাজার এলাকা। ছেলেটির তার পরিবার আত্মািয় সজনের কাছে গিয়ে অনেক খুঁজা খুঁজি করে ও তাহাকে পাওযা যায়নি। তার গায়ের শ্যামলা মুখমণ্ডল গোলাকার চোখের মনি কালো চুলগুলো ছোট ছোট কালো তাহার পোশাক পরিচ্ছন্ন জলপায় কালারের গেঞ্জি ও নীল রঙের প্যান্ট পরানো ছিল।