মোঃ আসাদুজ্জামান
বরগুনায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বরগুনা আঞ্চলিক কমিটির উদ্যোগে শহরে এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন , অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আব্দুল্লাহ আবু জাহের , বরগুনা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা সহ বিএনপি'ও জমাত ইসলাম অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মে দিবসে উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!