ববি প্রতিনিধি
গ্রীষ্মকালীন ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশের এ কথা জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, গ্রীষ্মকালীন ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১ থেকে ১৯ জুন পর্যন্ত অ্যাকাডেমিক ও অফিস কার্যক্রম ছুটি থাকবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!