কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সালের শিক্ষার্থী কাজী মিরাজ প্রথম রমজান থেকে মাত্র ১০ টাকায় ইফতার বিক্রি করছেন। রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি এই নামমাত্র দামে ইফতার সামগ্রী রোজাদারদের হাতে তুলে দিতে চান।
দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির প্রভাব পড়েছে ইফতারের উপর। অতিরিক্ত দামে ইফতার কিনতে হিমশিম খেতে হচ্ছে সারা দেশের মানুষসহ সাধারণ শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই মিরাজ ১০ টাকায় ইফতার বিক্রির সিদ্ধান্ত নেন। ৫০ টাকা মূল্যের ইফতার তিনি মাত্র ১০ টাকায় বিক্রি করছেন।
ইফতার নিতে আসা শিক্ষার্থী শাকিল বলেন, "১০ টাকায় বর্তমান বাজারে কিছুই পাওয়া যায় না। বাইরের হোটেলগুলোতে ১০ টাকায় দু-একটা আলুর চপ পাওয়া যায় মাত্র। কিন্তু এখানে ১০ টাকায় আমরা ছোলা, মুড়ি, আলুর চপ পাচ্ছি। অনেকে বেশি টাকা খরচ করে ইফতার করতে পারেন না। এখানে ১০ টাকা দিয়েই সবাই মোটামুটি ইফতার করতে পারছি। এটা শিক্ষার্থীবান্ধব উদ্যোগ।"
কাজী মিরাজ বলেন, "আমার ১০ টাকায় ইফতার প্ল্যান করার কারণ হলো, ক্যাম্পাসের সামনের দোকানগুলোতে সামর্থ্যবানরা ৫০ টাকা, ১০০ টাকার ইফতার কিনে। তাদের ভিড়ে আমরা যারা মধ্যবিত্ত ছাত্র আছি তারা ১০ টাকার ইফতার কিনতে লজ্জাবোধ করি। এজন্যই আমার এই উদ্যোগটা নেওয়া। আজকে আমি ১০০ প্যাকেট নিয়ে আসছি, কালকে ইনশাআল্লাহ ২০০ প্যাকেট আনবো।"
এই উদ্যোগের মাধ্যমে মিরাজ কেবল সামাজিক দায়িত্ব পালন করছেন না, বরং অনেকের মুখে হাসি ফুটিয়ে তুলছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!