কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে পর্দা নামলো নৃবিজ্ঞান সপ্তাহ-২০২৩ এর। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
নাচ, গান, নাটক ও কবিতা আবৃত্তি, নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সপ্তাহ ব্যাপী এ আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হক, সামাজিক অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মাহমুদুল হাসান ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, এনথ্রোপলজি সোসাইটির ভিপি মামুন মজুমদার ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই র্যালি, পায়রা উড়িয়ে, কেক কেটে, গাছ লাগিয়ে নৃবিজ্ঞান সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছিলো।
মন্তব্য করার জন্য লগইন করুন!