সফল পিতা-মাতার সফল সন্তান এবিএম কাউসার জামান (তপু) সদ্য প্রকাশিত ৪১ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন তিনি।
পিতাঃ- মোঃ সামসুজ্জামান। তিনি উপ-পরিচালক , যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা। তার আগে চাঁদপুরেও যুব উন্নয়ন অধিদপ্তরের একজন উপ- পরিচালক হিসেবে সফলতার ইতিহাস গড়েছেন।
মাতাঃ-মিসেস কামরুন নাহার, সহকারী প্রধান শিক্ষিকা, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় , হোমনা, কুমিল্লা। একজন প্রধান শিক্ষিকা হিসাবে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মন জয় করেছেন সফল সন্তান তপুর মা। এ মায়েরও রয়েছে সফলতার অনেক গল্প।
এবিএম কাউসার জামান তপুর একমাত্র ছোট বোন সানজিদা শারমিন গোধূলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ অধ্যায়নরত রয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!