ফরিদগঞ্জে, পবিত্র রমজান মাস উপলক্ষে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪’ এর পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভার প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং আবৃত্তি বিষয়ের উপর মোট ১১ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদ, নগদ টাকা ও শুভেচ্ছা গিফট প্রদান করা হয়।মোট ৪৫ জন বিজয়ী পুরস্কার লাভ করে।
জেলা এনজিও ফেডারেশনের সভাপতি রেজ্জাকুল হায়দার খোকন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, "শুধু ইসলামী সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতাই নয়, অন্যান্য প্রতিযোগিতাও হবে যদি সবাই চায়। যেমন বই পড়া কর্মসূচি হতে পারে, চিত্রাংকন, সংগীত, আবৃত্তি, বিতর্ক এসব প্রতিযোগিতাও হবে ইনশাআল্লাহ।"
আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন আড়াই দশক ধরে ফরিদগঞ্জ উপজেলায় শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুধু শিক্ষাখাতেই নয়, স্বাস্থ্য, সামাজিক এবং খেলাধুলার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!