কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (১৪ মে) সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ আইনুল হক বলেন, "গত ১৯ ফেব্রুয়ারি ও ২৮ এপ্রিলের ঘটনার প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলমান থাকবে।"
তিনি আরও বলেন, "শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ না করায় আমরা আজকে এই আন্দোলনের পথে এসেছি। মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে নিজের স্বার্থে মনোযোগী হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। আমি তার অনুরোধ করবো, তিনি যেন এই অপপ্রচার থেকে বিরত থাকেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করার ব্যবস্থা করেন।"
উল্লেখ্য, গত ৬ই মে থেকে কুবি শিক্ষক সমিতি উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!