ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং এসোসিয়েশনের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটির সভাপতি হয়েছেন বিভাগের ২০১৮-১৯ সেশনের ইয়াসিন রহমান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আকতার হোসেন শেখ।নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার।মার্কেটিং এসোসিয়েশন এর নতুন কমিটি সম্পর্কে তিনি বলেন,"এসোসিয়েশন বরাবরই বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সুখে দু:খে পাশে থেকেছে ।আশা করি এবারও তার ব্যাতিক্রম হবেনা,নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা অবশ্যই নিজেদের মেধা, মনন এবং সততার সাথে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বিভাগের এবং বিভাগের শিক্ষার্থীদের উন্নয়নে।"
উপদেষ্টা হিসেবে আছেন বিভাগের স্টুডেন্ট এডভাইজরগন। এছাড়াও পরামর্শদাতা হিসেবে আছেন ২০২১-২২ (এমবিএ) শিক্ষাবর্ষের মোহাম্মদ সালাউদ্দিন এবং রিদিতা আফরিন নাবিলা।সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রমজান হোসেন(শিক্ষাবর্ষ- ২০১৮-১৯)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাজমুল ইসলাম (শিক্ষাবর্ষ-২০১৯-২০)। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ জাইফ, ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন নাইম আহমেদ (শিক্ষাবর্ষ-২০২০-২১)। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন শেখ ফয়সাল (শিক্ষাবর্ষ-২০২১-২২), এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন মো: মহসীন সরকার (শিক্ষাবর্ষ-২০২১-২২)। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন নিজাম উদ্দিন রাফি (শিক্ষাবর্ষ-২০২২-২৩), ২য় এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন আবুজর গীফারি (শিক্ষাবর্ষ-২০২২-২৩)।
মন্তব্য করার জন্য লগইন করুন!