ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ফের মুখোমুখি অবস্থানে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এক সপ্তাহের ব্যবধানে ফের ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার সৃষ্টি হয়। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় উভয় কলেজের শিক্ষার্থীরা।
দুপুর একটার দিকে পুলিশ প্রথম দফায় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। তবে বেলা দুইটার দিকে টিচার্স ট্রেনিং কলেজের দিক থেকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজের সামনে এসে ইটপাটকেল ছোড়ে। উত্তেজনা সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
এই সংঘর্ষের সময় শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং বাস ভাঙচুরেরও চেষ্টা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এমনকি, সিটি কলেজের নামফলকের "ঢাকা" অংশটি ভেঙে রাস্তায় প্রদর্শনের ঘটনাও ঘটে।
                                                                                        
                                                
                                            
                                                                                                                            পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই উত্তেজনা বাড়ছিল। সংঘর্ষের পেছনে রয়েছে আগের দিনের একটি মারধরের ঘটনা, যেখানে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর অভিযোগ উঠেছে। তবে সিটি কলেজের ছাত্ররা দাবি করেন, প্রকৃত হামলাকারীরা তাঁদের কলেজের নয়।
রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিউমার্কেট থানার পরিদর্শক হাফিজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ১৫ এপ্রিল দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে একইভাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনায় উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে।
 লগইন
            
মন্তব্য করার জন্য লগইন করুন!