চট্টগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় এবার প্রতিযোগিতা চরমে পৌঁছেছে। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে মোট ২,২৩৬টি শূন্য আসনের বিপরীতে জমা পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৩৬টি আবেদন। অর্থাৎ প্রতি আসনে গড়ে ৬২টি আবেদন জমা পড়েছে।
- সবচেয়ে বেশি আবেদন মুসলিম উচ্চ বিদ্যালয়ে
নগরীর কোতোয়ালি এলাকার সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে এবছর আবেদন জমা পড়েছে সবচেয়ে বেশি। পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণির ৩২৬টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২২ হাজার ৭৬৩টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুজ্জামান জানান, শহরের কেন্দ্রে অবস্থান ও শিক্ষা মানের জন্য অভিভাবকেরা এই বিদ্যালয়কে অগ্রাধিকার দেন।
- বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতা
বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রতি আসনের জন্য গড়ে ৮৫টি আবেদন জমা পড়েছে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৩২৪টি আসনের বিপরীতে জমা পড়েছে ১৯ হাজার ৫৩৫টি আবেদন।
- লটারি হবে কেন্দ্রীয়ভাবে
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন জানান, এ বছর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল লটারির মাধ্যমে। শিক্ষার্থীদের বিদ্যালয় নির্ধারণ হবে কেন্দ্রীয়ভাবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!