গুচ্ছ ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) কেন্দ্রে সেবা দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন।
আজ ২৭ এপ্রিল গুচ্ছের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সেচ্ছায় তারা বিভিন্নভাবে আগত শিক্ষার্থীদের সহযোগিতা করেছে।
ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি ও খাবার স্যালাইন বিতরণ করে নগরপিতা খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে ববি ছাত্রলীগ।এছাড়াও সড়কের যান চলাচল স্বাভাবিক রাখাসহ অভিভাবকদের ছায়ায় বসার জন্য বুথ তৈরি করে সংগঠনটি।
এছাড়া নিরাপত্তা রক্ষা ও তথ্য সেবা দানের মতো কাজও করেছে তারা।
পরীক্ষর্থীদের জন্য আসা যাওয়ার জন্য ৪ টি বাস, নিরাপদ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বরিশাল সিটি করপোরেশন।
দীর্ঘদিন থেকেই ভর্তি পরীক্ষার সময় নিরাপদ পানি এবং ছায়ায় বসার জায়গা তৈরি করে দিচ্ছে ও মোবাইল -ফোন ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবাধর্মী উদ্যোগ নিয়েছে ছাত্রলীগসহ অন্য সংগঠনগুলো।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তানজিদ মঞ্জু বলেন ,"পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কে সার্বিক সহযোগিতায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল থেকে উপস্থিত আছে।সকল শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি ফেরা না পর্যন্ত আমাদের সকল নেতাকর্মীরা এভাবে কাজ করে যাবে । "
এই ধরনের সহয়তা পেয়ে খুশি হয়েছেন ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষাগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনগুলো
মন্তব্য করার জন্য লগইন করুন!