কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় এই আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে মূল ফটক হয়ে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেছেন, "বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন একটা আবেগ এবং অনুভূতির জায়গা। বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা শিক্ষক সমিতি দিবসটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উদযাপন করেছি। উপাচার্য মিথ্যা তথ্য দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছেন এবং শিক্ষার্থী নেই বলে দিবসটি উদযাপনের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষকরাই ধারণ করে থাকি।"
এই আনন্দ শোভাযাত্রায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকসেদুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক ড. শামিমুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৭ সালের ২৮ মে 300 শিক্ষার্থী ও 15 জন শিক্ষক দিয়ে যাত্রা শুরু করে। শুরুতে 7 টি বিভাগ থাকলেও বর্তমানে 19 টি বিভাগে মোট 7,141 জন শিক্ষার্থী ও 265 জন শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয়টিতে 308 জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। শিক্ষার্থীদের জন্য 5 টি আবাসিক হল এবং শিক্ষকদের জন্য 2 টি ডরমিটরি আছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!