কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন হবিগঞ্জের বন্ধন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর আগমী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি ১৪তম আবর্তনের শিক্ষার্থী জায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের একই আবর্তনের শিক্ষার্থী হোসাইন আহমেদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সদ্য-সাবেক সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রায়হান চৌধুরী, আতিকুর রহমান শিপনসহ আরো কয়েকজন। যুগ্ম সাধারণ সম্পাদক, রিয়াজ আহমেদ, গোলাম সরওয়ার রিপনসহ আরো কয়েকজন। সাংগঠনিক সম্পাদক ফরহাদ কাউছার, অর্থ সম্পাদক রিপন ভৌমিক, দপ্তর সম্পাদক পূজা দেব, প্রচার সম্পাদক সুজন আহমেদ আইন বিষয়ক সম্পাদক শামিম আহমেদ। কার্যকরী সদস্য মো: তারেক মিয়া, মোছা: শাহেলা জাহাম তালুকদার, নাজমিন আক্তারসহ আরো কয়েকজন। আজীবন সদস্য হিসেবে আছেন আল আমিন ও জাকের হোসেন।
নব-মনোনীত সভাপতি জায়েদ হাসান বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হবিগঞ্জের বন্ধনকে অস্তিত্বের ঠিকানা মনে হয়েছে। সেখানে আমি আমার এলাকার ঘ্রাণ পাই, নিজের আঞ্চলিক ভাষায় সেখানের মানুষদের সাথে প্রাণ খোলে কথা বলা যায়। এই সংগঠনটি আমার কাছে পরিবারের মতো মনে হয়েছে। আমি আশা করি লাল মাটির ক্যাম্পাসে হবিগঞ্জের বন্ধন যুগ যুগ এগিয়ে যাবে।'
তিনি আরও বলেন, ‘যদিও আমি এতো বড় দায়িত্বের যোগ্য না, তারপরও সিনিয়র ভাইদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো এই ছোট্ট মানুষকে এই বিশাল দায়িত্ব দেওয়ার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বন্ধনকে সামনে এগিয়ে নিতে।’
মন্তব্য করার জন্য লগইন করুন!