কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স এন্ড ব্যাংকিং স্টুডেন্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সুতপা চৌধুরী এবং ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক তমা সাহা'র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাকিন মাহতাব বনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান মিয়া।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, তানিয়া আক্তার, সাদেক হোসেন সোহেল, মোহাম্মদ সালমান চৌধুরী হৃদয় এবং লাভলী রাণী নাথ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোলাইমান ভূইয়া।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:কোষাধ্যক্ষ: ইয়াসিন পারভেজ হৃদয়,ডেপুটি কোষাধ্যক্ষ: সাদিয়া আফরিন,সাংগঠনিক সম্পাদক: সবুজ মিয়া,সহকারী সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ শাহ্ আলম,ইভেন্ট সমন্বয়ক প্রধান: শাহেদ সালেহীন,সহকারী ইভেন্ট সমন্বয়ক: সৈয়দা সাইমুন সুলতানা,ইভেন্ট এক্সিকিউটিভ: জান্নাতুল ফেরদৌসী, এহসানুল হক উন্নয়ন ও যোগাযোগ হেড: সামিয়া আক্তার সোনিয়া,সহকারী উন্নয়ন ও যোগাযোগ হেড: মোহাম্মদ মিজানুর রহমান,উন্নয়ন ও যোগাযোগ এক্সিকিউটিভ: মোহাম্মদ হৃদয় মিয়া, জেবা হুমায়রা প্রমি,স্পোর্টস ডিরেক্টর: সাজ্জাদ হোসাইন,সহকারী স্পোর্টস ডিরেক্টর: মোহাম্মদ সাকিব হোসাইন,হেড অফ কর্পোরেট এ্যাপায়ার: ফারিয়া রহমান অমি,সহকারী হেড অফ কর্পোরেট এ্যাপায়ার: মোহাম্মদ সাইদুল হাসান,হেড অফ কর্পোরেট এ্যাপায়ার এক্সিকিউটিভ: হাবিবুল্লাহ ইকরাম, সাদিয়া জাহান প্রমি,হেড অপ আইটি এন্ড লজিস্টিক: সাদিয়া হক নীলিমা,সহকারী হেড অপ আইটি এন্ড লজিস্টিক: মোহাম্মদ শাহজাহান
হেড অপ আইটি এন্ড লজিস্টিক এক্সিকিউটিভ: শাহেদুল ইসলাম, ইমরান হোসাইন মিডিয়া এন্ড ফটোগ্রাফি এক্সিকিউটিভ: সোহানুর রহমান পাপ্পু ।উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। নতুন কমিটির সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।
মন্তব্য করার জন্য লগইন করুন!