নানা আয়োজনে ‘বরিশাল মুক্ত দিবস’ পালন করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সংগঠন বরিশাল স্টুডেন্ট এসোসিয়েশন।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার স্বর্ণার সঞ্চালনায় সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এ আয়োজন শুরু হয়।
এর আগে সংগঠনের শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন ও প্রদীপের মাধ্যমে মানচিত্র অঙ্কন করে শহীদদের স্মৃতিচারণ করা হয়।
স্মৃতিচারণ শেষে সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে সংগঠনের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ভালো সিজিপিএপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এই তিন শিক্ষার্থী হলেন: প্রত্নতত্ত্ব বিভাগের আসমা আক্তার স্বর্ণা, একই বিভাগের নাদিয়া জাহান নিতু এবং বাংলা বিভাগের ফারহা খানম।
সার্বিক বিষয় নিয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকে ই দেশের বিভিন্ন জেলা ও বিভাগ মুক্ত হতে শুরু করে। তারই ধারাবাহিকতায় ৮ ই ডিসেম্বর বরিশাল বিভাগ মুক্ত হয়। তাই প্রতি বছরই আমরা এই দিনটি পালন করে থাকি। এই দিনে আমরা আমাদের বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্বরন করে থাকি।
এছাড়া, আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এমরান মিয়া সহ কুবিতে অধ্যয়নরত বরিশাল অঞ্চলের বিভিন্ন শিক্ষার্থী।
মন্তব্য করার জন্য লগইন করুন!