পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২২ দিনের ছুটি। ২৫ মে থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ১৫ জুন পর্যন্ত। এরপর বিশ্ববিদ্যালয়ে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে পুরোদমে।
আজ (২১ মে) বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দপ্তরও ছুটির আওতায় থাকবে।
বিশ্ববিদ্যালয়ে প্রতিসপ্তাহে শুক্র ও শনিবার নিয়মিত ছুটি থাকার কারণে ঈদের আগের দুদিন (২৩-২৪ মে) এবং পরের দুদিন (১৩-১৪ জুন) মিলিয়ে পুরো ছুটি দাঁড়িয়েছে ২২ দিনে।
তবে ছুটির সময়ও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো যেমন— বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!