ববি প্রতিনিধি: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের উপদেষ্টা হিসেবে মনোনয়ন পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ (১১-১৬) এর সাবেক সভাপতি মোঃ শাহজাদা খান।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) বি. এম. আশিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ৯ মার্চ, ২০২৪ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের উপদেষ্টা মন্ডলের সদস্য পদে আপনাকে মনোনয়ন দেয়া হলো
মন্তব্য করার জন্য লগইন করুন!