এইচ এম আরিফ হোসেন //
চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর একাডেমি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে, তদারকিতে কলেজ কর্তৃপক্ষ।
৯ সেপ্টেম্বর শনিবার বাহের খলিশাডুলীতে অবস্থিত আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমি বহুতল ভবনের নির্মাণ কাজে পরিদর্শন করেন কলেজের অধ্যক্ষ ডাক্তার আতার আলী, সহকারী অধ্যক্ষ ডাক্তার আশরাফ আলী, সাবেক অধ্যক্ষ ডাক্তার মোজাম্মেল হক, শিক্ষক প্রতিনিধি ডাক্তার খোরশেদ আলম, সহযোগী অধ্যাপক ডাক্তার শেখ মহসীন প্রমুখ। কাজটি পেয়ে স্থানীয় কাউন্সিলর আলমগীর গাজ বলেন যেহেতু কলেজ টি আমার ওয়ার্ডে হচ্ছে ফলে এর সর্বোচ্চ গুণগত মান ঠিক রেখে ভবনের কাজ সম্পন্ন করবো ইনশাল্লাহ। তারা ঠিকাদার এর প্রতিনিধি মোঃ সুলতান গাজী ও ইদ্রীস গাজীর সঙ্গে কাজের বিভিন্ন বিষয়ে কথা বলেন। ঠিকাদার বলেন বর্তমানে বেজ ঢালাই দেওয়ার জন্য মাটিকাটার কাজ চলছে। আমাদের এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটির কাজ আমরা পেয়ে নিজেদেরকে ভাগ্যবান মনে করি।আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ভালোভাবে কাজটা সম্পূর্ণ করব।
উল্লেখ্য যে চলতি বছর ১৩ ফেব্রুয়ারী কলেজের একাডেমি ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কলেজের সভাপতি, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
মন্তব্য করার জন্য লগইন করুন!