ঢাকা, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুতে যানজট বেড়েছে। কোরবানির পশু ও পণ্যবাহী যানবাহনের চাপ বৃদ্ধির কারণে রবিবার (৯ জুন) বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় আড়াই কোটি টাকা টোল আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানিয়েছেন, গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয় এবং সেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।
সিরাজগঞ্জের সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
আহসানুল কবীর পাভেল আরও বলেন, "স্বাভাবিকভাবেই ঈদের আগে যানবাহনের চাপ বেড়েছে। তবে, সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।"
মন্তব্য করার জন্য লগইন করুন!