ঢাকা-ঈশ্বরদী রেলপথে একই লাইনে বিপরীতমুখী দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ঢাকা-ঈশ্বরদী রেলপথে একই লাইনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন উঠে পড়ে।
ধূমকেতু এক্সপ্রেসের চালকের সতর্কতায় বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান দু'টি ট্রেনের অন্তত হাজার খানেক যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত চেক-আপের জন্য দাঁড়ায়।
একই সময়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি একই স্টেশনের দিকে ধীরগতিতে আসছিল।
ঠিকাদারী প্রতিষ্ঠান সিগনালিং পদ্ধতি ভেঙে ম্যানুয়াল পদ্ধতি চালু করে, যার ফলে অদক্ষ লাইনম্যানদের ভুলের কারণে ধূমকেতু এক্সপ্রেস ভুল লাইনে চলে যায়।
ট্রেনের চালক দূর থেকে ট্রেনটি থামিয়ে দেন, যার ফলে বড় দুর্ঘটনা এড়ানো যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা রয়েছেন।ইতিমধ্যে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!